শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে শ্রীবরদীতে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে। ৬ সেপ্টেম্ব্র বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া ভাটিপাড়া গ্রামের পাঁচ দোয়ারি জামে মসজিদের পাশের কবরস্থান থেকে ওই কঙ্কালগুলো চুরি করে। শুক্রবার ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুরুয়া ভাটিপাড়া পাঁচ দোয়ারি জামে মসজিদের সভাপতি এরশাদ আলী মাষ্টার জানান, এ মসজিদের পাশে পারিবারিকভাবে ১০ শতাংশ জমিতে প্রায় ৫০ বছর যাবত কবরস্থান করা হয়েছে। পারিবারিক হলেও আশাপাশের কেউ মারা গেলে এখানে দাফন করা হয়। কঙ্কাল চুরির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদ মিয়া বলেন, আশপাশের লোকজন শুক্রবার সকালে কবরস্থানের ৭টি কবর খনন করে দৃর্বৃত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে যায়। সকালে পাশেপাশের লোকজনের নজরে পড়ে বিষয়টি। ওই সময় দুর্বৃত্তদের রেখে যাওয়া কবরের পাশে পুকুর পাড়ে ১টি লুঙ্গি, সাবান, সেন্ট ও একটি দূরপাল্লার যাত্রীবাহি গাড়ীর টিকিট পাওয়া যায়। এতে তাদের ধারণা, স্থানীয় একটি চক্রের সহায়তায় ঢাকা থেকে দুর্বৃত্তরা এসে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে। ওই ঘটনায় এলাকায় কঙ্কাল চুরির আতংকে রয়েছে।