নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বাস্থ্যসেবার মনোন্নয়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটির (সনাক) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বুধবার সকালে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে কর্মকতার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল বাশার, আবাসিক মেডিকেল কর্মকর্তা জাহিদ হাসান, সনাক সদস্য কোহিনুর রুমা, টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক চিত্ত রঞ্জন রায়, আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।