শ্যামলবাংলা ডেস্ক : প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয়টা আইরিশরা। শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল তাই সিরিজ নির্ধারণী। ওই ম্যাচে মোহাম্মদ মিঠুনের ৩৯ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এ জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
শুক্রবার ডাবলিনে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১৮ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমেছিল আইরিশরা। পোর্টারফিল্ড ও সিমির শতরানের জুটির ওপর ভর করে ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে আইরিশরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনার দলকে দেন শতরানের জুটি। উদ্বোধনী জুটিতে এই দুই ওপেনার করেন ১১৭ রান। সৌম্য ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৭ রানে থামলেও মিঠুন মাত্র ৩৯ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ৮০ রান।
এরপর বাকি কাজটা করেন আল-আমিন-মুমিনুলরা। শেষ পর্যন্ত আল আমিন ১৩ বলে ২১ রান ও মুমিনুল ৬ বলে ১১ রানে অপরাজিত ছিলেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ব্যাট থেকে আসে যথাক্রমে ৬ ও ১৩ রান।
বল হাতে বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন দুর্দান্ত। ২৮ রানের বিনিময়ে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেন তরুণ এই পেসার। ৫৭, ১১ ও ৪৭- তিন ম্যাচে ১১৫ রান করে সিরিজ সেরা হয়েছেন সৌম্য সরকার।