স্টাফ রিপোর্টার ॥ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৬৯ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেঘরিয়া ফকিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে স্থানীয় নুরুল ইসলামের ছেলে খোরশেদ আলম (২৮) ও মৃত রফিক ফকিরের ছেলে সালাউদ্দিন (৩৫)।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এর কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে খোরশেদ আলম সালাউদ্দিনকে ৬৯ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসার সাথে জড়িত বলে জানিয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।