শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর গোসাইপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের বালিয়াচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি জাহাঙ্গির আলম ও আব্দুর রশিদকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। ওইসময় তিনি বলেন, বর্তমান সরকার দেশে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। সারা বিশ্ব আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নত দেশ গড়তে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, এ সরকার আমলে শ্রীবরদী ও ঝিনাইগাতীতে সবার ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে। প্রায় সকল রাস্তা পাকা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান পাকা হয়েছে। কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। যেখানে একরে ২০ মণ ধান ফলন হতো, সেখানে ৭০/৮০ মণ ধান ফলন হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে ১৬শ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। স্বাধীনতার পর এতো উন্নয়ন আর কখনো হয়নি। এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এবারও মনোনয়ন প্রত্যাশা করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, জেলা পরিষদ সদস্য আবু জাফর, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। যুবলীগ নেতা রহুল আমীন বাবলুর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল।
