স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ। ১৭ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, চেম্বার সভাপতি মোঃ মাছুদ, জেলা খেলাঘরের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। ওই মতবিনিময় সভায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
