নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় কফিল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বাড়ারচর গ্রাম থেকে গলায় রশি দিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। কফিল উদ্দিন স্থানীয় মৃত ছফির উদ্দিনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কফিল উদ্দিন প্রতিদিনের মত মঙ্গলবার ভোরে ফজর নামাজের জন্য ঘর থেকে বেড়িয়ে যান। ফজর নামাজ শেষে উঠান পরিস্কার করে বাড়ির পেছনে ময়লা আবর্জনা ফেলতে গিয়ে তার স্ত্রী জুবেদা বেগম দেখেন, কফিল উদ্দিন পিতরাজ গাছের ডালের সাথে রশিতে ঝুঁলে আছেন। তার চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন ছুটে যায়। পরে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানকে মোবাইলে জানান। খবর পেয়ে নকলা থানার এসআই চন্দন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল প্রস্তুত শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
মৃতের স্ত্রী তার পরিবারের বেশ কয়েকজন সদস্য জানান, মৃত কফিল উদ্দিন তার ছেলেকে বিদেশে পাঠানোর সময় বেশকিছু টাকা ঋন করেছিলেন। ঋন পরিশোধ করতে না পারায় ওই ঋনের চাপে কফিল উদ্দিন আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী।
তবে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত জানান, কফিল উদ্দিন কোন প্রকার ঋনগ্রস্থ ছিলেন কি-না তার জানা নেই।
