শ্যামলবাংলা ডেস্ক : অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে ১৮ জুন সোমবার বিকেলে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে বিটিআরসি ওই নির্দেশনা দেয় বলে বিডিনিউজ’র এক সংবাদে বলা হয়।

বিডিনিউজ এর সংবাদে বলা হয়, ‘সোমবার বিকেলে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে পাঠানো এক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক বন্ধ করতে নির্দেশনা পাঠায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। কমিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো ওই ই-মেইলে দুটি লিংকগুলো তৎক্ষণাৎ ব্লক করার নির্দেশনা দেওয়া হয়। সেগুলো হল https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/। এরপর আরেকটি ই-মেইলে https://bangla.bdnews24.com/ বন্ধের নির্দেশনাও দেওয়া হয়।’
এ প্রসঙ্গে বিটিআরসি’র সহকারি পরিচালক (জনসংযোগ) সামিউল খান জাকির বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি ওয়েবসাইট দুইটি বন্ধের কারিগরি সহায়তা প্রদান করেছে। এটাই বিটিআরসির কাজ। সে কাজটিরই নির্দেশনা দেওয়া হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইট দু’টি বন্ধের কারণ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছেন বিডিনিউজের বার্তা সম্পাদক মুনীরুল ইসলাম। তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৫ টার দিকে বিটিআরসি মোবাইল ও আইআইজি অপারেটরদেরকে সাইট দুইটি বন্ধের নির্দেশনা প্রদান করেছে। তবে এর কারণ এখনও আমরা জানি না। আমরা কারণ জানার চেষ্টা করছি।’
২০০৬ সালের ২৩ অক্টোবর বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র হিসেবে যাত্রা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
