
শ্রীবরদী (শেরপুর প্রতিনিধি): “প্রজন্মের জন্য নিরাপত্তা ও সুস্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে র্যালী ও মানববন্ধনসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ১২ জুন মঙ্গলবার সকাল ১১টায় গ্রাম ও নগর উন্নয়ন কমিটির আয়োজনে উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সরকারি নার্সারি থেকে
একটি র্যালী বের হয়ে শহর হয়ে কর্ণঝোড়ামুখী সড়ক পদক্ষিণ করে। পরে নার্সারি চত্তরে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন। এতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, জনপল স্কু, ফ্লোরা মাংসাং, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল,সুপারভাইজার আরিফুল ইসলাম, জাকিয়া সুলতানা, আর্জিনা আকতার, জয়ীতা মেরিনা আকতার প্রমূখ। এপি.র প্রোগ্রাম অফিসার জনপল স্কু বক্তব্যের এক পর্যায়ে বলেন, এ দিবসটি আজ পৌরসভা, সিংগাবরনা, কাকিলাকুড়া ও রানীশিমুল ইউনিয়নে এক যোগে পালিত হয়। যাতে গ্রামের শিশুসহ সকল লোকজন দিবসটি সম্পর্কে জানতে পারে। পরে অনুষ্ঠিত হয় “ আমি পারি” স্বাক্ষরতা প্রচার অভিযান। এতে শিশু ও বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সের লোকজন অংশ গ্রহণ করেন।
