স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আওতায় শেরপুরে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ঈদুল ফিতরকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। ৮ জুন শুক্রবার সকালে শহরের বটলাস্থ সাপ্তাহিক শ্যামলী কার্যালয়ে ঢাকলহাটী, শীতলপুর, শিববাড়ী, কামারিয়া ও দিঘারপাড় মহল্লার ২ হাজার হতদরিদ্র পুরুষ ও মহিলার মাঝে ওই ঈদবস্ত্র বিতরণ করা হয়। ওইসময় জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম ছলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, ঈদকে সামনে রেখে সাংসদ শ্যামলী শনি ও রবিবার সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ২শ করে এবং শহরের ৯টি ওয়ার্ডে ১শ করে শাড়ি-লুঙ্গি হতদরিদ্রদের মাঝে বিতরণ করবেন।
