নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে নিজের ব্যাটারিচালিত অটোরিক্সা চার্জ শেষে খুলতে গিয়ে আব্দুল কাদির (৫৭) নামে এক চালক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। ৭ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবিল ডাক্তারগোপ এলাকার ওই ঘটনা ঘটে। সে স্থানীয় মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, রাতভর চার্জ শেষে বেলা ১২টার দিকে ব্যাটারিচালিত অটোরিক্সা চালক চার্জারের বিদ্যুত সংযোগ খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে আব্দুল কাদির। ওই সময় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
