
শ্যামলবাংলা ডেস্ক : এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। ৫ জুন মঙ্গলবার তাকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে ওই নিয়োগ দেয়া হয়েছে। ওই আদেশ আগামী ১২ জুন অপরাহ্ন থেকে কার্যকর হবে।
তিনি আগামী ৩ বছর বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।
