স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দু’দিনে শেরপুরে আরও ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ মে বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গত ১৪ দিনে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪০৪ জনে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশক্রমে মাদক বিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতি ও শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ১২ মামলায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
