ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক কলহের জের ধরে হোসেন আলী (৫৫) নামে এক ব্যক্তি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ৩১ মে বৃহস্পতিবার রাতে উপজেলার ধারাপানি গ্রামের নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। হোসেন আলী ওই গ্রামের মৃত আইয়ূব আলীর পুত্র। খবর পেয়ে থানা পুলিশ হোসেন আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।
জানা যায়, প্রায় ২ মাস পূর্বে হোসেন আলীর ২ পুত্রবধূর সাথে তার অসদাচারণের ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে তাকে অপদস্ত করা হয়। ওই ঘটনার পর তার ২ ছেলে স্ত্রীদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। হোসেন আলী ও তার স্ত্রীর মধ্যেও ঘটে বিচ্ছেদের ঘটনা। এছাড়া হোসেন আলীর রয়েছে অনেক ধার-দেনা। এ নিয়ে ঘটনার রাতে হোসেন আলী তার নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
