নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ট্রলি উল্টে খাদে পড়ে গিয়ে চালক নিহত হয়েছে। ২৮ মে সোমবার সন্ধ্যায় শেরপুর-বারমারী মহাসড়কের আমবাগান বাজার সংলগ্ন ওই দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন (১৮) উপজেলার বাতকুচি গ্রামের আবু তাহেরের ছেলে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় শেরপুর থেকে ধান নামিয়ে রেখে দ্রুত গতিতে বারমারী বাজারে আসার সময় আমবাগান বাজারের কাছে গেলে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ওই সময় চালক হুমায়ুন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
