স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা হাজী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শনিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবনে আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন।
জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও এনডিসি মোস্তাফিজুর রহমান। ওইসময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ মোঃ হারুন-অর-রশিদ, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা বিভগের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব।
আলহাজ্ব এডভোকেট মুখলেসুর রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সাবেক সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ সুরুজ্জামান, জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর মামুদ প্রমুখ। আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজীগণ অংশগ্রহণ করেন।