শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে গেছে। ২৬ মে শনিবার দুপুরে উপজেলার শিমুলচুড়া বাজারে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা সদর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
জানা যায়, দুপুরে প্রবল বৃষ্টিপাতের সময় দেকান মালিকেরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। ওই সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১টি কীটনাশকের দোকান, ১টি কসমেটিকসের দোকান ও ১টি মাংসের দোকান পুড়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
কীটনাশক দোকান মালিক সাইদুর রহমান জানান, আমার দোকান থেকে প্রায় ১০-১২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে, অবশিষ্ট মালগুলোও নষ্ট হয়ে গেছে।
জেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার গোপাল চন্দ্র সরকার জানান, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৩টি দোকান থেকে পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালের ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে।
