শ্যামলবাংলা ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৮ নভেম্বর বুধবার সকাল ১০টা ৫০ মিনিট ৪৮ সেকেন্ডে ওই কম্পন অনুভূত হয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪.৭। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে। মাটির নিচে এর গভীরতা ছিল ৩৩ কিলোমিটার। ঢাকা থেকে ভূমিকম্প উৎপত্তিস্থলের দূরত্ব ৭৫ কিলোমিটার পূবে।
