স্টাফ রিপোর্টার ॥ ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইউনিট সংগঠন শহীদ মোস্তফা থিয়েটারের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ নভেম্বর শনিবার রাতে শহরের নিপুণ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়র সদস্য দেবদাস চন্দ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শহীদুজ্জামান শহীদ, আনন্দ মোহন দে শিশির ও সুজয় মালাকার দীর্ঘদিন থেকে নিস্ক্রিয় থাকা সংগঠনকে পুণরায় পূর্বের ন্যায় সক্রিয় করার কথা জানালে উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাদের ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকল প্রকার সহযোগিতা এবং নিয়মিত নাট্যচর্চা করার ব্যাপারে একমত পোষণ করেন। আলোচনা সভায় বিভিন্ন পরামর্শ ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শরন রায়, আরিফুল ইসলাম, জুবায়ের সোহেল, অপূর্ব ভট্টাচার্য, নুসরাত জাহান টুম্পা, শাহীন খান, সাইফুল আলম শাহীন, এমদাদুল হক বাচ্চু, সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, মোঃ শহীদুল ইসলাম টিটু, খোরশেদ আলম রিপন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মনির উদ্দিন আহমেদ, মুহাম্মদ বাদল মিয়া প্রমুখ। পরে আগামী ১০ নভেম্বর থেকে নাটকের মহড়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
