স্টাফ রিপোর্টার ॥ রুশ বিপ্লবের শতবর্ষপূর্তি উপদযাপন উপলক্ষে শেরপুরে র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ৪ নভেম্বর শনিবার বিকেলে শহরের নিউমার্কেট পায়রা চত্ত্বর থেকে সংগঠনের জেলা শাখার ব্যানারে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস।
এতে সিপিবি কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত প্রধান অতিথি ও মনিরা বেগম আনু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা সিপিবি সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুম ইবনে শফিকের সঞ্চলনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, সোলায়মান আহমেদ, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
