ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে একটি বাড়ী একটি খামার প্রকেল্পর উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ওই চেক বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, মহিলা সদস্য আয়েশা সিদ্দিকা রূপালী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ৪৫ জন উপকারভোগীদের মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।
