স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। ২৮ অক্টোবর শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের নিউমার্কেট মোড় থেকে বর্ণাঢ্য র্যালি উদ্বোধনকালে সংক্ষিপ্ত শুভেচ্ছামূলক বক্তব্য দিয়ে অন্যান্য অতিথিদের সাথে র্যালিতে অংশ নেন বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। পরে অন্যান্য অতিথিদের সাথে প্রথম থেকেই তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এক পর্যায়ে বক্তব্য দেওয়ার পূর্বেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইসময় তিনি অনেকটা ঘুমন্ত অবস্থার চেয়ারে শরীর নেতিয়ে থাকলে বিষয়টি প্রথমেই টের পেয়ে তার কাছে যান অনুষ্ঠানের প্রধান আলোচক জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এরপর পাশে থাকা পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলও হাত বুলান তাকে। কিন্তু তার পরও তিনি নড়াচড়া বা শব্দ না করে নিথর অবস্থায় থাকলে মুহূর্তেই উঠে দাঁড়ান প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও সভাপতি পুলিশ সুপার রফিকুল হাসান গণিসহ অন্যান্যরা। হতচকিত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। পরে দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শহরের বাস টার্মিনাল এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান জানান, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর ডায়াবেটিকসজনিত সমস্যা রয়েছে। অসাবধানতার কারণে তার শরীরের ‘ ব্লাড সুগার নিল’ হয়ে যাওয়ায় হঠাৎ অনুষ্ঠানের মঞ্চেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
