
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ অক্টোবর শনিবার গৌরীপুর ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে হলদিবাটা চৌরাস্তা মোড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি শাহাজ উদ্দিন সাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন।
ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক ছামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ।
পরে ছামিউল হককে সভাপতি ও শাহ জালালকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গৌরীপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।