
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার করায় রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত ৬ অক্টোবর শুক্রবার দিবাগত মধ্যরাতে ওই ৭ জেলেকে আটক করেছে।
আটককৃত জেলেরা হলেন, উপজেলার ছাত্তার মেম্বার পাড়ার রানা মোল্যা (২০), একই গ্রামের নাজিম উদ্দিন মোল্যা (২৫), হানিফ মোল্যা (৫৫), নতুন পাড়ার বিল্লাল মোল্যা (২৪), পূর্ব উজানচর জনি শেখের পাড়ার মুঞ্জু খা (৪২), একই গ্রামের মোখলেছ খা (৩৪) ও হাবিল মণ্ডল পাড়ার তাজেল শেখ (৩০)।

এ সময় জেলেদের কাছ থেকে ৬ মন মা ইলিশ উদ্ধার করা হয়। পরে মাছগুলো স্থানীয় কয়েকটি মাদ্রাসায় বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত আটককৃত প্রত্যেককে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাদি।