স্টাফ রিপোর্টার ॥ শেরপুর খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে চাল বিক্রির ওএমএস দোকানগুলোতে চাল কিনতে আসা মানুষের ভীড় লক্ষ্য করা যাচ্ছে। ৩০ টাকা কেজি দরের ওএমএস চালু হওয়ায় স্থানীয় বাজারে চালের দাম কমতে শুরু করেছে। ২০ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও জেলা খ্যাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান শহরের বিভিন্ন ওএমএস দোকান পরিদর্শন করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের নবীনগর, চাপাতলি, পুরাতন গরুহাটি ও বাগরাকসা এলাকার ৪টি ওএমএস দোকানে নারী-পুরুষরা লাইনে দাঁড়িয়ে চাল কিনছেন। ৩০ টাকা কেজি দরে প্রত্যেকে ৫ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছেন। এবার ওএমএসে আতপ চাল দেওয়া হলেও শেরপুরে সাধারন মানুষের এ নিয়ে তেমন কোন অভিযোগ নেই।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, শহরের ৫টি ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন ১ টন করে মাসে ১২০ মে. টন এবং ৫ উপজেলায় ৪৫০ মে.টন চাল বিক্রয় করা হচ্ছে। এতে চালের বাজার খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবদ ব্যক্ত করেন।
