শ্যামলবাংলা ডেস্ক : নতুন চরিত্রে হাজির হলেন ভাবনা। এবার তাকে দেখা যাবে ট্রাফিক সার্জেন্ট এর চরিত্রে। নিত্যনতুন চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন অভিনেত্রী ভাবনা। বড়পর্দায় সম্প্রতি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে অভিষেকের পর ফের ছোটপর্দার কাজে নিজেকে নিয়োজিত করেছেন তিনি। গেলো ঈদেও বেশকিছু নাটকে অভিনয় করেন এ শিল্পী। রোববার তাকে দেখা গেলো ট্রাফিক সার্জেন্টের পোশাকে উত্তরার রাস্তায়।
ভাবনা জানান, “টেলিফিল্মটির নাম ‘তোমার হাত ধরব বলে’। বিপ্লব পালের রচনা ও পরিচালনায় নাটকটি নির্মিত হচ্ছে। আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। গল্পটাও খুব ইমোশনাল। আমার চরিত্রটা একজন সংগ্রামী মেয়ের। বাবা মারা যাওয়ার পর সে-ই সংসার চালায়।”
নাটকে ভাবনার বিপরীতে অভিনয় করছেন সজল। গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় ট্রাফিক সার্জেন্ট ভাবনার হাতে ধরা পড়েন তিনি। নানা ঘটনায় দুজনের সম্পর্ক প্রেমে মোড় নেয়। হঠাৎ দুর্ঘটনায় পা হারান ভাবনা।
এমন গল্পেই চিত্রায়িত হচ্ছে নাটক ‘তোমার হাত ধরব বলে’। রোববার রাজধানীর উত্তরায় বিভিন্ন সড়কে শুটিং শেষে সাভারে শুটিং চলছে বলে জানিয়েছেন ভাবনা।
