শ্যামলবাংলা ডেস্ক : আগামী কয়েক দিনের মধ্যে চালের দাম কমানোর কথা বলেছেন চাল ব্যবসায়ীরা। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম লায়েক আলী ওই কথা বলেন।
তিনি বলেন, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। কয়েক দিনের মধ্যেই চালের দাম কেজি প্রতি ২/৩ টাকা কমে যাবে। তবে এ জন্য তারা সরকারের কাছে চাল আমদানি ও পরিবহনে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অনুমতি চেয়েছেন। সেই সঙ্গে স্থলবন্দর দিয়ে চালবাহী ট্রাকগুলো যাতে দ্রুত আসতে পারে, সে ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। সরকারের তরফ থেকে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে বলে জানান লায়েক আলী।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ হোসেন উপস্থিত ছিলেন।
দেশের চালকল মালিকদের সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও খাদ্যপণ্যের ব্যবসা করেন এমন কয়েকজন শীর্ষ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
