শ্যামলবাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা সাবেক ফুটবলার শামসুল ইসলাম মোল্লা পানিতে ডুবে মারা গেছেন। রবিবার দুপুরে রাজশাহী নগরীর সাগরপাড়ার একটি পুকুরে গোসল করতে গিয়ে তিনি ডুবে যান বলে পাইলটের চাচা রফিকুল ইসলাম খোকন জানান। তিনি বলেন, “প্রতিদিনের মত আজও বেলা সাড়ে ১১টার দিকে সাগরপাড়া কাসেম ডাক্তারের পুকুরে গোসল করতে গিয়েছিলেন। সাড়ে ১২টা পর্যন্ত বাসায় না ফেরায় আমরা ভাইকে খুঁজতে যাই।পরে পুকুরে তল্লাশি চালিয়ে বেলা ১টার দিকে লাশ পাওয়া যায়।”

ক্রিকেটার পাইলটের বাবা শামসুল ইসলাম শামসু মোল্লার বয়স হয়েছিল ৭৩ বছর।ষাট ও সত্তরের দশকে ঢাকা লিগে মোহামেডান ও আবাহনীর হয়ে খেলার দিনগুলোতে তাকে সবাই চিনত শামসু নামে। তখনকার পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাওয়া দ্বিতীয় খেলোয়াড় ছিলেন তিনি। পাকিস্তান যুব দলের হয়ে ১৯৬৫ সালে রাশিয়াতেও গিয়েছিলেন খেলতে।
