স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক পদে হারুন-অর-রশীদ জয়ী হয়েছেন। ২৯ জুলাই শনিবার শেরপুর শহরের গৌরীপুর এলাকায় অবস্থিত পৌর বাস টার্মিনালে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল হান্নান (মোটর সাইকেল) পান ৫১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম মানিক (আনারস) পান ৫০৩ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে হারুন-অর-রশীদ (গরুরগাড়ি) পান ৪৩৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত হোসেন (বাইসাইকেল) পান ৩৬৩ ভোট। ভোট গণনা শেষে শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় ওই ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মোঃ লিটন মিয়া ও হামিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া ও মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ রিপন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম এবং নির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় আতিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ৯টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিল ১ হাজার ১৩৬।
