ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া ও ডাকুরপাড় গ্রামের প্রায় ২৬টি পরিবার গত ৫ দিন ধরে বিদ্যুৎহীন বসবাস করছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম অস্বস্তিকর পরিস্থির মধ্যে রয়েছে ওই পরিবারগুলোর প্রায় ২ শতাধিক মানুষ। দুর্ভোগের শিকার হচ্ছে নারী, শিশু ও স্কুল-কলেজ পড়ূয়া শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই মঙ্গলবার সকাল আটটায় চেঙ্গুরিয়া গ্রামের মো. আনোয়ার মিস্ত্রির বাড়ির সামনে ১১ হাজার ভোল্টেজ সমপূর্ণ ৩টি তারের উপর বৃষ্টির পানির ভরে একটি কাঁচা বাঁশ হেলে পড়ে। এতে করে বিদ্যুতের সর্ট সাকিটের সৃষ্টি হয়। এতে প্রায় ২৬টি গ্রাহকের ডিজিটাল মিটার বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে যায়। ওই গ্রামের ২৬টি পরিবার ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও পুড়ে গেছে এই সকল বসতবাড়ীতে থাকা সকল ইলেকটনিক্স সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা।
শনিবার পল্লী বিদ্যুতের গ্রাহক মো. নজরুল মিয়া অভিযোগ করে বলেন, হঠাৎ বিকট শব্দে মিটার ফুটে যায়। পরে আগুন লেগে যায় তাতে। সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুতের সেবা কেন্দ্রে ফোন করলে কাউকে পাওয়া যায়নি। পরে ঘটনার দিন দুপুরে পল্লী বিদ্যুতের লাইনম্যান এসে রাস্তার উপর পড়ে থাকা তার গুলো সরিয়ে চলে যায়। গত তিন ধরে কারো দেখা পাওয়া যায়নি। তবে শনিবার সকালে এসে পুড়ে যাওয়া মিটারগুলো খুলে নেয় পল্লী বিদ্যুৎ কৃতপক্ষ। তবে বিদ্যুৎ সংযোগ কবে পাবো এব্যাপারে কিছু বলেনি তারা। চেঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মো. মোস্তাক আহাম্মেদ বলেন, বিদ্যুৎ না থাকায় তাদের পড়া-লেখার বিঘœ ঘটছে।
এ ব্যাপারে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. রেজাউল করিম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এখন জানলাম। সমস্যাটা দ্রুত সমাধান করার চেষ্টা করব।
