নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা-কাটাবাড়ী ও হাতিপাগার গ্রাম থেকে পৃথক কবর খুড়ে কিছুদিন আগে মৃত এক কিশোর ও যুবকের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ২৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। একই দিনে পাশাপাশি দুই গ্রামের পৃথক কবরস্থান থেকে ২টি কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক দেখা দিয়েছে।
জানা যায়, প্রায় ৫ মাস আগে দাওধারা-কাটাবাড়ি গ্রামের আমছার আলী (৩০) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক বিষপানে আত্মহত্যা করে। পরে তাকে দাওধারা-কাটাবাড়ী কবরস্থানে দাফন করা হয়।
এদিকে প্রায় এক বছর আগে হাতিপাগার গ্রামের আব্দুস সাত্তার নামে এক শারীরিক প্রতিবন্ধি কিশোর মারা যায়। বৃহস্পতিবার দিবাগত রাতে তার কঙ্কালটিও হাতিপাগার কবরস্থান থেকে চুরি হয়েছে।
