ads

মঙ্গলবার , ২০ জুন ২০১৭ | ২৮শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
 1. ENGLISH
 2. অনিয়ম-দুর্নীতি
 3. আইন-আদালত
 4. আন্তর্জাতিক
 5. আমাদের ব্লগ
 6. ইতিহাস ও ঐতিহ্য
 7. ইসলাম
 8. উন্নয়ন-অগ্রগতি
 9. এক্সক্লুসিভ
 10. কৃষি ও কৃষক
 11. ক্রাইম
 12. খেলাধুলা
 13. খেলার খবর
 14. চাকরির খবর
 15. জাতীয় সংবাদ

পারস্য উপসাগরে ইরান চীন যৌথ মহড়া

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২০, ২০১৭ ২:০১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : এবার ইরান ও চীন তাদের সামরিক সহযোগিতা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে ইরান ও চীনের কয়েকটি যুদ্ধজাহাজ একসঙ্গে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এবং ওমান সাগরে সামরিক মহড়া চালাচ্ছে।
এ বিষয়ে ইরান ও চীনের সামরিক বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রথম নৌ ঘাঁটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আমির হোসেইন আজাদ জানান, হরমুজ প্রণালীর পূর্বে এবং ভারত মহাসাগরের উত্তরে এই মহড়া অনুষ্ঠিত হবে।
যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমান্ডার শেন হাও। ইরানি কমান্ডার বলেন, দু দেশের মধ্যে নৌ অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে।
কী পরিবর্তন আসবে এ মহড়ায়? এ প্রসঙ্গে কমান্ডার বলেন, সমুদ্রে জলদস্যুদের উৎপাত মোকাবেলা, বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা এবং পূর্ণাঙ্গ তথ্য বিনিময় হবে এই মহড়ায়। ফলে উভয় দেশই উপকৃত হবে।
এ বিষয়ে শেন হাও আরও বলেন, মহড়ার বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। এই মহড়ার ফলে দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আস্থা বাড়বে।

error: কপি হবে না!