ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১৬ মে মঙ্গলবার স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিকুর রহমান, শফিউদ্দিন আহম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল হাসান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, শিক্ষার্থী ইসরাত জাহান মিতা, আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
