শ্যামলবাংলা ডেস্ক : ছবির নায়ক বা নায়িকা সবথেকে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। এতদিন পর্যন্ত তাই দেখে এসেছে ইন্ডাস্ট্রি। কিন্তু, বাহুবলির ক্ষেত্রে তা হয়নি। সম্প্রতি সামনে আসা তথ্য থেকে জানা গেছে, বাহুবলি সিনেমায় সবথেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। নিয়েছেন ২৮ কোটি টাকা। এখানেই শেষ নয়, ছবির ফ্রাঞ্চাইজি হিসেবে আয়ের এক তৃতীয়াংশ অর্থ পাবেন তিনি।
বাহুবলি সিরিজের প্রথম ছবিটির বাজেট ছিল ১৮০ কোটি টাকা। দ্বিতীয়টির ২৫০ কোটি। দুটি ছবিতেই টাকা তুলে নিয়েছে প্রযোজক সংস্থা। প্রথম ভারতীয় ছবি হিসেবে ১০০০ কোটি টাকা উপার্জন করে রেকর্ড করেছে বাহুবলি টু। গড়ছে আরও নতুন নতুন রেকর্ড।
পারিশ্রমিকের অঙ্কে কম যান না ছবির অন্য কলাকুশীলবরা। নায়ক প্রভাস নিয়েছেন ২৫ কোটি টাকা, রানা দগ্গুবাতি পেয়েছেন ১৫ কোটি টাকা। ৫ কোটি টাকা করে নিয়েছেন অনুষ্কা শেট্টি ও তামান্না ভাটিয়া।
