মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় বন্ধু যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ্য দেহে সুন্দর মন, মাদক ছেড়ে খেলতে চল’ এ প্রতিপাদ্যকে ধারন করে গুণীজন সম্মাননা, ক্রীড়া সামগ্রী বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের বিআরডিবি হল রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে তা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ পিডিয়ার প্রতিষ্ঠাতা আহসান রনি ও বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ক্রিকেটার ইদ্রিস আলী। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ্, যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন ও নকলা থানার ওসি খাঁন আব্দুল হালিম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
