শ্যামলবাংলা ডেস্ক : ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ২৬ এপ্রিল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে টেলিকম অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক বৈঠক শেষে তিনি এক ব্রিফিংয়ে ওই তথ্য জানান। ওইসময় বলেন, ইন্টারনেটের দাম কমানোর লক্ষ্যে এ খাতের ওপর আরোপিত বিদ্যমান ভ্যাট ও ট্যাক্সের হার কমানোর প্রস্তাব করা হবে। এ বিষয়ে দু’একদিনের মধ্যে অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।
তারানা হালিম জানান, বর্তমানে মোবাইল নেটওয়ার্ট অপারেটর এবং ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠাগুলো ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ সম্পূরক শুল্ক পরিশোধ করে।
এর বাইরেও তাদেরকে ১ শতাংশ সারচার্জ, টেলিকম কর্তৃপক্ষ বিটিআরসিকে লভ্যাংশের সাড়ে ৫ শতাংশ এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলে আরও ১ শতাংশ দিতে হয়। তিনি আরও জানান, টেলিকম ও গেটওয়ে অপারেটরদের মোট ব্যয় ভোক্তা পর্যায়ে দামের ওপর কী ধরনের প্রভাব ফেলে তা উল্লেখ করে আগামী দুই দিনের মধ্রে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
