স্টাফ রিপোর্টার : শেরপুরের প্রবীণ আইনজীবী এডভোকেট মোঃ শামসুদ্দিন (৮০) ১১ জানুয়ারি সোমবার দুপুরে নালিতাবাড়ী শহরের গড়কান্দা মহল্লার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর রাজনগর দোহালিয়া গ্রামের বাড়িতে প্রথম নামাজে জানাজা ও বাদ মাগরিব গড়কান্দা মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানেই মরহুমের লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।