স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভা নির্বাচনে অবশেষে বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক আশীষের ভাগ্যে জুটল পরাজয়ের হ্যাটট্রিক। দাপটের ছাত্র রাজনীতি আর যুব রাজনীতির সিড়ি বেয়ে মূল দলে অভিষেকের পর থেকে শুরু করে এ পর্যন্ত টানা ৫টি নির্বাচনেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৪ বার দলের সমর্থিত প্রার্থী হিসেবে লড়লেও একবার লড়তে হয়েছে বিদ্রোহী প্রার্থী হিসেবে। তবে প্রতিটি নির্বাচনেই তিনি লড়েছেন মূল প্রতিদ্বন্দ্বি হিসেবে।
জানা যায়, জীবনের প্রথম দফায় লুৎফর রহমান মোহনের সাথে নির্বাচনে হারলেও দ্বিতীয় দফায় তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক এমপি নিজাম উদ্দিন আহমদকে হারিয়ে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে টানা ৩টি নির্বাচনেই যথাক্রমে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোহ্ম্মাদ কিবরিয়া লিটন, হুমায়ুন কবীর রুমান ও সর্বশেষ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের কাছে পরাজিত হন। বিশেষ করে সর্বশেষ দু’টি নির্বাচনে অর্থাৎ আওয়ামী লীগের বিদায়ী মেয়র হুমায়ুন কবীর রুমানের সাথে মাত্র ৫২ ভোটে ও গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সাথে ২৬৭ ভোটে হারতে হয়েছে তাকে।