নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১৩টি কৃষক গ্রুপের মাঝে ৫ জানুয়ারি মঙ্গলবার একটি করে পাওয়ার টিলার বিনামুল্যে বিতরণ করা হয়েছে। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় এ ১৩টি পাওয়ার টিলার বিতরন করা হয়।
এ উপলে উপজেলা পরিষদের সহযোগীতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। এতে শুভেচ্ছামুলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: আব্দুস ছালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, নালিতাবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু বক্কর সিদ্দীক (বাক্কার), নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর প্রমুখ।
পরে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ১৩টি কৃষক গ্রুপের মাঝে একটি করে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়।