শ্যামলবাংলা ডেস্ক : পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ৫৮ পৌরসভায় ৭২ জনের মেয়র পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের খবর পাওয়া গেছে। এদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপির বিদ্রোহী ছাড়াও রয়েছেন জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা ও স্বতন্ত্র প্রার্থী। আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় ভোট গ্রহণ হবে। ১৩ ডিসেম্বর রবিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে এবার। অনেক পৌরসভায় বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি একক প্রার্থী দিতে পারলেও বিদ্রোহী সমস্যা দুদলেই রয়েছে। এ অবস্থায় প্রত্যাহারের শেষ দিন আওয়ামী লীগের অনেক পৌরসভায় বিদ্রোহীরা প্রত্যাহার করেছেন। এখনও অনেক বিদ্রোহী রয়ে গেছে।
টাঙ্গাইল: জেলার আটটি পৌরসভার মধ্যে সদর ও গোপালপুরে মেয়র পদে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন সদর পৌরসভায় বিএনপির বিদ্রোহী জাফর আহমেদ, জাতীয় পার্টির মোজাম্মেল হক, গোপালপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আশরাফুজ্জামান আজাদ ও জাসদের (ইনু) জুলহাস উদ্দিন।

শরীয়তপুর: ভেদরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল বাশার চৌকদার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
রাজবাড়ী: রাজবাড়ী, পাংশা ও গোয়ালন্দ পৌরসভার আওয়ামী লীগের এক বিদ্রোহীসহ তিন মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ তিন পৌরসভায় মেয়র পদে এখন প্রার্থী রয়েছেন ১২ জন।

নরসিংদী: নরসিংদীতে দুই মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন নরসিংদী পৌরসভায় বিএনপির বিদ্রোহী মো. ছিদ্দিকুর রহমান এবং মনোহরদী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মো. শাহরিয়ার কবির।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী যুবলীগ নেতা মো. আরিফুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নারায়ণগঞ্জ: সোনারগাঁও পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
চাঁদপুর: শেষদিনে জেলায় ৪ মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী আবুল খায়ের পাটওয়ারী, জাতীয় পার্টির (জাপা) মো. সফিকুল ইসলাম পাটওয়ারী, স্বতন্ত্র মো. ইমাম হোসেন এবং মতলবে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল আমিন ফরাজী।
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর ও মাটিরাঙা পৌরসভায় শেষ দিনে দুই মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ভোলা: দৌলতখান পৌসভায় আওয়ামী লীগের ২ বিদ্রোর্হী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন আলমগীর হোসেন ও ইকবাল হোসেন বাবু।
বরগুনা: বরগুনা পৌরসভায় আওয়ামী লীগ বিদ্রোহী মো. হুমায়ূন কবির, বেতাগী পৌরসভায় আওয়ামী লীগ বিদ্রোহী মো. খলিলুর রহমান এবং বিএনপি বিদ্রোহী কামরুজ্জামান মিলন ও পাথরঘাটা পৌরসভায় বিএনপি বিদ্রোহী মনিরুজ্জামান মনির মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৬ মেয়র পদপ্রর্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন কিশোরগঞ্জ পৌরসভায় বিএনপির বিদ্রোহী ইসরাইল মিয়া, বিকল্পধারার ফারুক আহমেদ খান, কটিয়াদির আওয়ামী লীগের বিদ্রোহী তানভিরুল ইসলাম ও বিএনপির বিদ্রোহী গোলাম ফারুক চাষী, হোসেনপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী রাইসুল হাসান কেনেডি এবং ভৈরব পৌরসভায় স্বতন্ত্র আব্দুল লতিফ।
ময়মনসিংহ: প্রত্যাহারের শেষ দিন গৌরীপুরে আওয়ামী লীগের একজন ও বিএনপির একজন, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের একজন, নান্দাইলে আওয়ামী লীগের একজন এবং মুক্তাগাছায় বিএনপির একজন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
নেত্রকোণা: জেলার দুইটি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরা হলেন কেন্দুয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী আল আমীন কোকিল ও দুর্গাপুরে বিএনপির বিদ্রোহী আতাউর রহমান ফরিদ।
শেরপুর: শেরপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র হুমায়ুন কবীর রুমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নওগাঁ: নওগাঁ পৌরসভায় নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী ইফতারুল ইসলাম বকুল।
নাটোর: নাটোরের ছয়টি পৌরসভায় বিএনপির তিন ও এক স্বতন্ত্র মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
পাবনা: পাবনায় আওয়ামী লীগের এক বিদ্রোহীসহ দুইজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রাজশাহী: প্রত্যাহারের শেষ দিনে রাজশাহীতে মেয়র পদে ১ জন জাতীয় পার্টির, আওয়ামী লীগ, বিএনপির ১১ জন বিদ্রোহী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ৬টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩ জন মেয়র তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন উল্লাপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী ফয়সাল কাদের রুমি, রায়গঞ্জে জাপার (এরশাদ)রফিকুল ইসলাম এবং বেলকুচিতে স্বতন্ত্র আব্দুর রাজ্জাক মিয়া মেয়র পদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বগুড়া: বগুড়ার ধুনট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী আল আমিন তরফদার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে রয়েছেন গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন, বিএনপির বিদ্রোহী ১ জন এবং সুন্দরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী ১ জন।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হাসান দুলাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নীলফামারী: নীলফামারীর জলঢাকায় মেয়র পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি হলেন জাসদ (ইনু) সমর্থিত আজিজুল ইসলাম।
হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভায় বিএনপির দুই বিদ্রোহী ও জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান ও যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু এবং জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শিবলী খায়ের।
