ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে ৯ ডিসেম্বর বুধবার দুপুরে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেহেনা আক্তার খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রূপালী, বিশিষ্ট ঠিকাদার আওয়ামী লীগ নেতা বকুল মিয়া, জয়ীতা আমেনা বেগম, জহুরা বেগম প্রমুখ। এর আগে এক র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে ৪ জন জয়ীতার মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।