ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বেসরকারী উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশন’র প্রতিবন্ধী শিক্ষা (ইসিডি) প্রকল্পের উদ্যোগে ৮ ডিসেম্বর মঙ্গলবার পিদিম ফাউন্ডেশন কার্যালয়ে প্রতিবন্ধীতা ও একীভূতকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আলহাজ্ব আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.আর.এম ওয়াহিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসমলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, ওসি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, পিদিম ফাউন্ডেশন’র উপ-পরিচালক শফি উল্যাহ শোভন, প্রতিবন্ধী শিক্ষক মোঃ আরিফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল ওয়াহাব মন্ডল, পিদিম ফাউন্ডেশন’র কর্মসূচী কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, পিদিম ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক সুশান্ত কুমার দাস প্রমূখ। কর্মশালা শেষে ধর্ষিতা এক প্রতিবন্ধীকে পুর্নবাসন হিসেবে বাছুরসহ একটি গাভী ও কয়েকজন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।