ads

সোমবার , ৭ ডিসেম্বর ২০১৫ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে আসতে না পারায় ম্যাক্সওয়েলের ‘আক্ষেপ’

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০১৫ ৯:৪২ অপরাহ্ণ

glenn_maxwell 55শ্যামলবাংলা স্পোর্টস : অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নিয়মিত ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। টেস্ট দলে একেবারেই অনিয়মিত তিনি। সর্বশেষ খেলেছেন ২০১৩ সালের মার্চে ভারতের বিপক্ষে।সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স এবং প্রায় একই সময়ে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অবসর ম্যাক্সওয়েলকে জায়গা এনে দিয়েছিল বাংলাদেশ সফরের ঘোষিত টেস্ট দলে। তবে সফর স্থগিত করায় আর খেলা হচ্ছে না ম্যাক্সওয়েলের।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মনে করছেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটা স্থগিত হয়ে যাওয়াতেই পারফরম্যান্সে ভাটা পড়েছে তার।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেই ৪ ইনিংসে তার ৪১.৫০ গড়ে ১৬৬ রান। স্ট্রাইক রেট ১২৮.৬৮। অথচ সেই গ্লেন ম্যাক্সওয়েলই চলমান ঘরোয়া এক দিনের টুর্নামেন্টে ভিক্টোরিয়ার হয়ে রান পাচ্ছেন না! ৬ ম্যাচে ১৫.৬০ গড়ে মাত্র ৭৮ রান। একটি ইনিংসই আবার ৫১ রানের। মাঝে কী এমন হলো যে রান করাটা এমন কঠিন হয়ে গেল ম্যাক্সওয়েলের জন্য?
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়াটা তাই দারুণ এক আনন্দের উপলক্ষ হয়ে এসেছিল ম্যাক্সওয়েলের জন্য। কিন্তু নিরাপত্তার ঝুঁকিতে সফরটি স্থগিত হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজের জন্য নতুন করে দল দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে জায়গা হয়নি ম্যাক্সওয়েলের।
মানসিকভাবে যেটা বড় ধাক্কা হয়েই এসেছে ম্যাক্সওয়েলের জন্য। দেশের হয়ে খেলার এবং এক ধাপ এগিয়ে যাওয়ায় একটা সুযোগ হাতছাড়া হওয়ায় আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ সফরটি সম্ভবত অন্য কিছুর চেয়ে আমাকে মানসিকভাবেই বেশি প্রভাবিত করেছে।
সেই প্রভাবটা যে নেতিবাচক ফল বয়ে এনেছে সেটিও জানালেন ম্যাক্সওয়েল, ওই সিদ্ধান্তটা আমার জন্য খুব ভালো হয়ে আসেনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!