ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ কলেজে ২২ নভেম্বর রবিবার রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। কলেজের অধ্যক্ষ রেজাউল হাসান মিয়া জানান, চোরের দল কলেজের কলাপসেবল গেইটের রিং ভেঙ্গে দ্বিতল ভবনের কম্পিউটার রুম থেকে ৬টি সিপিইউ, ৪টি মনিটর, ১টি ডেস্কটপ, ১টি প্রজেক্টর ও ৪টি প্রিন্টারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সোমবার থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং কলেজের ২ নৈশ্য প্রহরী আব্দুর রশিদ ও ভিনসেন্ট নখরেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।