ময়মনসিংহ প্রতিনিধি : যৌথ বাহিনীর অভিযানে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে জেলা শহর ও বিভিন্ন উপজেলা সদরে অভিযান চালিয়ে জেলা যুবদলের সাধারন সম্পাদক খন্দকার মাসুদসহ বিএনপি-জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক মামলায় অভিযুক্ত ও সন্দেহভাজন ১৬২ জন নেতাকর্মীকে আটক করেছে। এরমধ্যে ময়মনসিংহ শহর থেকে জেলা যুবদলের সাধারন সম্পাদক খন্দকার মাসুদসহ ৭০ জনকে আটক করে যৌথবাহিনী। এছাড়া মুক্তাগাছার উপজেলা থেকে মোঃ মোস্তফা (৪৬) ও ত্রিশাল উপজেলা থেকে সুলতান (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, আটককৃতদের মধ্যে বিএনপি’র ১২ জন, জামায়াতের ৬ জন, শিবিরের ২ জন, জেএমবি’র জঙ্গি ২ জন, বিভিন্ন মামলার আসামী ৫০ জন ও মামলায় অভিযুক্ত ৯০ জন রয়েছেন।