ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার শিক্ষক দম্পতি আব্দুল হক ও রায়হাতুন নেছা হত্যাকান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামী ঘাতক গোলাম মোস্তফা মিঠু’র ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে আকুয়া এলাকার সর্বস্তরের জনগন।
৮ নভেম্বর রবিবার দুপুরে মানবাধিকার সংরক্ষন পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক ও জেলা পরিষদের সামনের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানান। এসময় আকুয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার, মানবাধিকার সংরক্ষন পরিষদের নেতৃবৃন্দ ও নিহত দম্পতির সন্তানরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১২ জুলাই শহরের রুমডো ইনস্টিটিউটের শিক্ষার্থী গোলাম মোস্তফা মিঠু দা দিয়ে কুপিয়ে শিক্ষক দম্পতিকে হত্যা করে পালানোর সময় এলাকাবাসী তাকে নাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।