স্টাফ রিপোর্টার : ‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ অক্টোবর বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরওত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এম এ পারভেজ রহিম। জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল।