ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : অষ্টম জাতীয় পে-স্কেল সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরের উপজেলা বিসিএস সমন্বয় কমিটি নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের উদ্যোগে ২৮ অক্টোবর বুধবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা সমন্বয় পরিষদের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাদেক মিয়া, সাধারন সম্পাদক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কোরবান আলী প্রমূখ। বক্তারা অবিলম্বে অষ্টম জাতীয় পে-স্কেল সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলসহ তাদের কেন্দ্রীয় কর্মসূচীর ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, এ দাবি বাস্তবায়িত না হলে আগামী ৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশসহ অন্যান্য কর্মসূচী সিদ্ধান্ত গৃহীত হবে।




