স্টাফ রিপোর্টার : ‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’ শ্লোগানকে ধারণ করে শেরপুরে দিনব্যাপি কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার সকালে পৌর পার্ক মাঠে ব্র্যাক বিইপি আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম। ওইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ আতাউর রহমান। এতে অন্যান্যের মধ্যে এনডিসি মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা নুরসহ শহরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় কিশোর কিশোরীদের হাতে তৈরি পণ্য ও খাবারের ৭ টি স্টল স্থান পায়। পরে দিনব্যাপি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোর কিশোরীদের পরিবেশনায় নাচ, গান ও নাটক পরিবেশিত হয়।