শ্যামলবাংলা ডেস্ক : স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকে ছবি এবং ভিডিও দ্রুত আপলোড করার জন্য আসছে নতুন অ্যাপ। ফেসবুক এই অ্যাপের নাম দিয়েছে ‘থ্রিডি টাচ’। এই ফিচারটি শুধুমাত্র আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসের জন্য। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্র্যাঞ্চ জানিয়েছে, সম্প্রতি অ্যাপলের নতুন দুইটি ফোনে থ্রিডি টাচ যোগ হয়েছে। এই প্রযুক্তিতে কাজে লাগিয়ে ফোন দুইটির ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক। এই ফিচারের আওতায় ফোর্স টাচের মাধ্যমে ফোন দুইটির ব্যবহারকারীরা দ্রুত ভিডিও ও ছবি ফেসবুকে আপলোড করতে পারবে।
ফেসবুক জানিয়েছে, এই থ্রিডি টাচ অনেকটা শর্টকাটের মত কাজ করবে। ফলে ফেসবুক ব্যবহারকারীরা এটিতে কনটেন্ট আপলোড করতে বাড়তি সুবিধা পাবে। এর আগে ফেসুবক তাদের মেসেজিং অ্যাপ ইনস্ট্রাগ্রামেও থ্রিডি টাচ প্রযুক্তি যোগ করেছে। এবার এটি ফেসবুকে যোগ হতে যাচ্ছে।